বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় সাজাপ্রাপ্ত পলাতক ১ আসামীসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৭-১০-১৮) রাতে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো-১বছর ৫ মাসের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার পলাশিফতেপুর গ্রামের চান্দের আলীর ছেলে সাঈদ মৃধা (৫৫)। ২০১৩ সালে ভ্রাম্যমান আদালতে তাকে এ সাজা দেওয়া হয়। জামিনে মুক্ত হয়ে পলাতক ছিল সাঈদ। অপরজন চারঘাট উপজেলার রায়পুর গ্রামের কামাল হোসেনের ছেলে মেহেদী হাসান (২২) কে ১ বোতল ফেনসিডিল সহ বাঘা উপজেলার আলাইপুর বাসাবাড়ি এলাকা থেকে আটক করা হয়।
ওসি মহসীন আলী জানান, মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার ২জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।