ঢাবি ছাত্রীকে অপহরণচেষ্টা: অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিচার দাবি

শিক্ষা

স্বদেশ বাণী ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের ছাত্রী সিথী কিবরিয়াকে অপহরণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিচার দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে এ মানববন্ধন আয়োজন করা হয়।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত বুধবার লালমনিরহাটের সাবেক ছাত্রলীগ নেতা তফিউজ্জামান জুয়েল হাতিবান্ধা থানার দোয়ানী তিস্তা ব্যারেজ এলাকায় সিথীকে অপহরণের চেষ্টা করেন।

এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতাকে প্রধান আসামি করে তার সহযোগীদের কয়েকজনের নামোল্লখ করে মামলা করে ভুক্তভোগীর পরিবার।

মাবনবন্ধনে বলা হয়, অপরাধী কোনো দলের নয়, তাই এ নিকৃষ্ট কাজের সঙ্গে জড়িতদের উপর্যুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।

ভুক্তভোগী ছাত্রীর বড় ভাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র মাসুদ আল ইসলাম এ ঘটনায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *