চাঁপাইনবাবগঞ্জে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ অস্ত্র বহনকারী আটক

রাজশাহী লীড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজন অস্ত্র বহনকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সীমান্তের ১৭৯ নম্বর পিলার থেকে আনুমানিক ৫০ গজ ভেতরে জমিনপুর নামক স্থানে অভিযানটি চালানো হয়।

আটকরা হলেন- জমিনপুর গ্রামের মো. তৈমুরের ছেলে মো. সুজন(২৫), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে সেনারুল ইসলাম(২৩) ও মৃত মজলুর ছেলে মো. সেলিম(২৫)। পলাতকরা হলেন- ওই গ্রামেরই নজরুল ইসলামের ছেলে মো. হারুন, এরফান আলীর দুই ছেলে মো. আবু(৩৫) ও মো. বাবু (৩০) এবং তজনু মিয়ার ছেলে মো. সেলিম(৩২)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৯’ বিজিবি ব্যাটালিয়নের (রহনপুর) প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মাহমুদুল হাসান অভিযানটি নিশ্চিত করেন।

তিনি জানান, ব্যাটালিয়ন সহকারী পরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল দল পরিচালিত ওই অভিযানে ২টি ওয়ান শ্যুাটার গান, ১ রাউন্ড গুলিসহ তিনজন অস্ত্র বহনকারী আটক হয়। এ সময় অপর চারজন পালিয়ে যায়।

এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান অধিনায়ক।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *