তানোর প্রতিনিধি: অসহায় দুস্থদের জীবন মানোউন্নয়নে উপজেলার কামারগাঁ ইউনিয়নের বিভিন্ন বয়স্ক দুস্থদের মাঝে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে বয়স্ক ভাতা, হুইল চেয়ার, কম্বল, ছাতা ও লাঠি সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কামারগাঁ ইউপির পারিশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে কামারগাঁ ইউপির চেয়ারম্যান মোসলেম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী গোলাম রাব্বী।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, সমাজসেবা অফিসার মতিনুর রহমানসহ রাজশাহী মিউচ্যাল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক আলী আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।