বাঘা প্রতিনিধি:
বাঘা দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন,বিভিন্ন দপ্তরে উচ্চ পদে কর্মরত বাঘার কৃতি সন্তানরা। শুক্রবার (১১-০১-১৯) বাঘা ও দিঘা গ্রামে আড়াই শ’ দুঃস্থদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করেণ তারা। এদের মধ্যে স্বর্রাট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব (পিডি) মোজাম্মেল হক,অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন বাবু,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুমন কর্মকার উপস্থিত থেকে দুঃস্থদের হাতে শীত বস্ত্র তুলে দেন।
প্যারাডাইস কিন্ডার গার্ডেন প্রাঙ্গনে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, হিন্দু বৌদ্ধ, খীষ্ট্রাণ ঐক্য পরিষদেও সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে, যুগ্ন সম্পাদক অপূর্ব সাহা,প্রভাষক দীনেশ সরকার,ডা.সাংবাদিক নাজিম উদ্দীন প্রমুখ।