সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র : পেন্টাগন

আন্তর্জাতিক

স্বদেশ বাণী ডেস্ক: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার সুশৃঙ্খলভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব সৈন্য সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামি স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করছিল।

পেন্টাগনের মুখপাত্র কমান্ডার শন রবার্টসন স্থানীয় সময় শুক্রবার রাতে এক বিবৃতিতে বলেছেন, ‘অপারেশন ইনহারেন্ট রিজলভ’ নামের এই মিশন যুক্তরাষ্ট্র সরকারের সমন্বিত কাঠামোর মধ্যেই সৈন্য প্রত্যাহারের কাজ বাস্তবায়িত করছে। এই প্রত্যাহার যুদ্ধক্ষেত্রের বাস্তবতার উপর ভিত্তি করে বাস্তবায়িত হচ্ছে যার মধ্যে রয়েছে মার্কিন মিত্র ও অংশীদারদের সঙ্গে আলোচনা। এটি কোনো একতরফা সময়সীমার মধ্যে আবদ্ধ নয়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার সত্ত্বেও সিরিয়ায় জোটের তৎপরতায় সহায়তা দিয়ে যাবে।

শুক্রবার আরও আগে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার শুরু করার কথা অস্বীকার করেছিল। একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছিলেন, এই প্রাথমিক পর্যায়ে সৈন্য নয়, সাজ-সরঞ্জাম সরানো হচ্ছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটারি ফর হিউমান রাইটসকে জানায়, তারা ১০টি সাঁজোয়া গাড়ি এবং অন্যান্য সাজ-সরঞ্জাম, আল হাসাকা প্রদেশের রামেলানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ত্যাগ করতে দেখেছেন। ভয়েস অব আমেরিকা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *