তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌর সদর শিতলীপাড়াগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তিনজনকে বিবাদী করে ওই গ্রামের জলিল মন্ডল থানায় লিখিত অভিযোগ করেন । গত শুক্রবার বিকাল ৫টার দিকে ঘটে এমারপিটের ঘটনাটি। এঘটনায় উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে ।
অভিযোগে উল্লেখ তানোর পৌর সদর ডাকবাংলো মাঠ সংলগ্ন শিতলীপাড়া গ্রামের জৈনক নছিমের জমিতে চলতি মাসের ১১ জানুয়ারি শুক্রবার বিকেল ৫টার দিকে বিবাদী শিতলীপাড়াগ্রামের ফাটার স্ত্রী ফুরকুনি(২০), মোতাহার হোসেন(২৫) এবং আতর আলীর মেয়ে রেহেনা ওরফে হেনু একই গ্রামের জলিল মন্ডলের পুত্র শামিম ও মেয়ে জহুরাকে দেখে গালিগালাজ শুরু করেন । তাঁরা গালিগালাজ করতে নিষেধ করলে শামিম ও জহুরাকে এলোপাথারি মারপিট শুরু করেন । এঅবস্থায় তাঁরা চিৎকার করা শুরু করলে গ্রামের লোকজন এসে তাদেরকে উদ্ধার করেন। অভিযোগের বাদি জলিল জানান তাঁরা প্রায় আমার ছেলে মেয়েকে অকাথ্য ভাষায় গালমন্দ করে থাকেন। কিন্ত গত শুক্রবার তাদেরকে মেরে ফেলার উদ্দশ্যে বাঁশের লাঠি দিয়ে পেটাই।
বিবাদীদের মধ্যে হেনু নামের মহিলা মারাত্মক ভয়ংকর । সে যে কোন কাজ করতে দ্বিধাবোধ করেননা । তবে অভিযুক্তরা সব কিছু অস্বীকার করে জানান আমাদেরকে ফাসাতে মিথ্যা অভিযোগ করেছে । ওসি রেজাউল ইসলাম বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ।