মান্দায় ফায়ার ষ্টেশনের কার্যক্রম শুরু

রাজশাহী লীড

নওগাঁ প্রতিনিধি: অসাবধানতা অগ্নিকান্ডের মূল কারণ, একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না এ প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের অপারেশনাল কার্যক্রম চালু করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার বেলা ১২টার দিকে ফায়ার ষ্টেশন চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপসহকারি পরিচালক একেএম মুরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি ইমাজ উদ্দিন প্রামানিক।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ইউএনও আব্দুল হালিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর উপপরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন।

আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, সহপ্রচার সম্পাদক শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, বিশিষ্ট ব্যবসায়ি হাবিবুর রহমান, ফায়ার সার্ভিস নওগাঁর লিডার মতিউর রহমান, মান্দা ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) লিডার সাইফুল ইসলাম প্রমুখ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *