দুই মার্চ জাতীয় ভোটার দিবস

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: “ভোটার হয়ে ভোট দেবো, দেশ গড়ায় অংশ নেব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে আগামী ২ মার্চ ২০২০ ”জাতীয় ভোটার দিবস” উদযাপন করা হবে।

ভোটার দিবস উপলক্ষে বিভাগীয় পর্যায়ে ঐদিন বেলা ১০টার দিকে রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে একটি র‌্যালি বের হবে।

র‌্যালি শেষে বেলা ১১ টার দিকে শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভার সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবীর খন্দকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার, বিপিএম-বার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম, রাজশাহী জেলা প্রশাসক মোঃ হামিদুল হক ও পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিশেষ সেবার আওতায় যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে এখনো ভোটার হন নাই তাদেরকে নতুন ভোটার ও ঘওউ সংক্রান্ত সকল সেবা শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তনে প্রদান করা হবে।

আগামী ২ মার্চ ২০২০ জাতীয় ভোটার দিবসে র‌্যালি ও আলোচনা সভা এবং নতুন ভোটার ও ঘওউ সংক্রান্ত বিশেষ সেবা কার্যক্রমে সকলের অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *