আরইউজে আয়োজিত বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্নিভালে দ্য ওয়ারিয়র চ্যাম্পিয়ন

খেলাধুলা রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: মুজিববর্ষ উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্নিভালের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে চরম উত্তেজনাকর খেলায় দ্যা গ্রেট লিডারকে এক রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দ্য ওয়ারিয়র।

পুরো টুর্নামেন্টই অনুষ্ঠিত হয় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে।

শুক্রবার ফাইনাল খেলার টস জিতে দ্য গ্রেট লিডারের অধিনায়ক আবু সালেহ মো. ফাত্তা দ্য ওয়ারিয়রকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ওয়ারিয়র নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। ১৫৫ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে দ্য গ্রেট লিডার। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় দ্য গ্রেট লিডার বিপদে পড়ে যায়।

শেষ ওভারে তাদের জয়ের জন্য ১৩ রানের প্রয়োজন পড়ে। হবে তারা ১৫৩ রানে থেমে যায়। ফলে মাত্র এক রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দ্য ওয়ারিয়র। খেলা শেষে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, সাংবাদিকরা অত্যন্ত ব্যস্ত। তার ফাঁকেও চমৎকার একটি টুর্নামেন্ট করল। রাজশাহীর স্টেডিয়াম যেন এমনই প্রাণবন্ত থাকে। ক্রিকেটে রাজশাহীর মানুষকে উৎসাহিত করতে সাংবাদিকদের এই টুর্নামেন্ট বড় ভূমিকা থাকবে। আগামীতেও যেন এমন টুর্নামেন্ট মাঠে গড়ায় সে প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডি, খেলার অন্যতম স্পন্সর রূপরেখার স্বত্তাধিকারী ইব্রাহিম হায়দার, রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী এবং মালিশা এডুর কর্মকর্তা নেহাদ খান।

ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন দ্য ওয়ারিয়ারের খেলোয়াড় মুস্তাফিজ রকি। টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যানের পুরস্কারও পান তিনি। আর টুর্নামেন্ট সেরা বোলার হয়েছেন দ্য গ্রেট লিডারের আবদুস সাত্তার ডলার। সমাপনি অনুষ্ঠানে তাদের পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরইউজে সভাপতি কাজী শাহেদ।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি মিডিয়া কাপ ক্রিকেট কার্নিভাল মাঠে গড়ায়। টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন ও রানার আপ ছাড়া অন্য দলগুলো হলো- ডায়ানামিক কিং, দ্য সুপার হিরো, দ্য লিজেন্ড এবং দ্য ফাইটার। নবীন-প্রবীণ সাংবাদিকের সমন্বয়ে প্রতিটি দলে খেলোয়াড় ছিলেন ২০ জন। ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে লিগ পদ্ধতিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হলো।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *