মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় আলতা বেগম (৪০) নামে একজন মহিলা ও মামুন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে মান্দা উপজেলার রাজশাহীÑনওগাঁ মহাসড়কের কুসুম্বা মোড়ে ও একই উপজেলার দেলুয়াবাড়িÑচৌবাড়িয়া সড়কের মহানগর এলাকায় এ দু’টি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজশাহীর তানোর উপজেলার ধানুরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মামুন ও মান্দা উপজেলার চককানু গ্রামের ঈমান আলীর স্ত্রী আলতা বেগম।
স্থানীয়রা জানায়, সকালে তানোর থেকে মোটরসাইকেলে করে একটি বস্তা নিয়ে যাচ্ছিলো মামুন। অপরদিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মটরসাইকেলে মহানগর নামক স্থানে ধাক্কা দিলে ঘটনা স্থলে মামুন মারা যায়। অপরদিকে আলতা বেগম ভ্যানে করে যাচ্ছিলেন, কুমুম্বা মহাসড়কে একটি মাইক্রোবাস মহিলাটিকে বহন করা ভ্যানে ধাক্কা দিলে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।
মান্দা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জাফর হোসেন ঘটনা দু’টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাইক্রোবাস ও পিকআপ ভ্যান এবং নিহতের মটর সাইকেলকে থানার নেওয়া হয়েছে।