প্রেস বিজ্ঞপ্তি:
কাদিরাবাদ সেনানিবাস, নাটোরঃ গত ১৭ জানুয়ারী ২০১৯ তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) কাদিরাবাদ ক্যাম্পাসের স্কাইলাইট হলে প্রতিষ্ঠাতা ট্রেজারার লেঃ কর্ণেল (অবঃ) জি এম আজিজুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব নিযুক্ত ট্রেজারার কর্ণেল
(অব.) মোহাম্মদ হামিদুল হক, পিএসসি, অনুষদের ডিনগণ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধানগণ, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীগণ। অনুষ্ঠানের শেষে বিদায়ী ট্রেজারারকে তাঁর মেয়াদকালে অসামান্য অবদানের বাউয়েট পরিবারের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।