রাজশাহীতে পদ্মায় নৌকা ডুবি: হতাহতের পাশে রাসিক মেয়র লিটন

রাজশাহী লীড

প্রেস বিজ্ঞপ্তি:
রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবিতে হতাহতের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার রাত ১০টায় ঘটনাস্থল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন মেয়র।

শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে প্রায় ৩৫জন যাত্রী নিয়ে দুইটি নৌকা ডুবির ঘটনা ঘটে। নৌকা ডুবিতে একজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

নৌকা ডুবির দুর্ঘটনার খবর পেয়ে শুক্রবার রাতে ঘটনাস্থলে ছুটে যান সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজের সার্বিক খোঁজখবর নেন। এরপর উদ্ধারকৃতদের দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান মেয়র। এ সময় আহতদের খোঁজখবর নেন এবং তাদের জন্য যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকের নির্দেশ প্রদান করেন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *