বাঘায় মৌলিক অধিকার বাস্তবায়নের দাবিতে নির্মাণ শ্রমিকদের সমাবেশ ও র‌্যালি

রাজশাহী লীড

বাঘা প্রতিনিধি:
২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেটে নির্মাণ শ্রমিকদের অধিকার বাস্তবায়ন ও ১২ দফা দাবি নিশ্চিতের দাবি জানিয়েছেন নির্মাণ শ্রমিক নেতারা। দাবিগুলোর মধ্যে রয়েছে-নির্মাণ শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা, পেনশন স্কিম চালু, রেশনিং ব্যবস্থা, শ্রম আইনে কর্মস্থলে নিহত শ্রমিককে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও আজীবন পুঙ্ঘত্ব বরণকারী শ্রমিককে ২০ লাখ টাকার অন্তর্ভুক্তি, নির্মাণ কলোনি স্থাপন করে শ্রমিকদের বাসস্থান নিশ্চিতকরণ প্রভৃতি।

শুক্রবার (১৮ জানুয়ারি) বাঘা উপজেলা পরিষদের সামনে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) বাঘা উপজেলা কমিটি নির্মাণ শ্রমিকদের দাবি দিবস উপলক্ষে আয়োাজিত সমাবেশে এসব দাবি জানান নির্মাণ শ্রমিক নেতারা। সংগঠনটির সভাপতি মুখলেচুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় সমাবেশ শেষে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

উপস্থিত ছিলেন, কার্যকরি সভাপতি সাইফুল ইসলাম,যুগ্ন সম্পাদক ওহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,অর্থ সম্পাদক আমানুল্লাহ আমান, সহ সাংগঠনিক সম্পাদক কাবিল হোসেন ও দপ্তর সম্পাদক আরিফ হোসেসহ সংগঠনের নের্তৃবৃন্দ ও সাধারন শ্রমিকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *