আন্তর্জাতিক নারী দিবসে দুর্গাপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আলোচনা সভা

রাজশাহী লীড

প্রেস রিলিজ:
অদ্য ০৮-৩-২০২০ ইং তারিখ আন্তর্জাতিক নারী দিবসে বেলা ০৩.০০ টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের হল রুমে দুর্গাপুর থানার কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম। সভাপতিত্ব করেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোসাঃ খুরশীদা বানু (কনা)।

এতে দুর্গাপুর থানা এলাকার সাধারণ জনগণ, স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ও উল্লেখযোগ্য সংখ্যক নারীরা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় দুর্গাপুর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে।

মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে পুলিশ কাজ করছে। নারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাল্যবিবাহ, নারী নির্যাতন, মানবপাচার ও ইভটিজিং প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি আহবান জানান।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *