বাঘায় মোবাইল কোর্টে বিদুৎতের সংযোগ বিচ্ছিন্ন-মামলা দায়ের

রাজশাহী

বাঘা প্রতিনিধি:
বাঘায় মোবাইল কোর্ট পরিচালনা করে নাটোর পল্লী বিদুৎ সমিতি-২এর বাঘা জোনাল অফিস ১৩৭টি সংযোগ বিচ্ছিন্ন সহ ৭০ টি মামলা দায়ের করেছে। বকেয়া বিদুৎ বিল ও অবৈধ সংযোগের জন্য সংযোগ বিচ্ছিন্ন ও মামলাগুলো দায়ের করা হয়েছে।

রোববার (০৮-০৩-২০২০) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাঘা উপজেলার আড়ানিসহ বিভিন্ন এলাকায় রাজশাহীর বিদুৎ আদালত এর যুগ্ন জেলা ও দায়রা জজ আশা ফু-উদ দৌলার নের্তৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পুলিশের সার্বিক সহযোগিতায় বাঘা জোনাল অফিসের ডিজিএম সুবীর কুমার দত্ত,এজিএম শাহিনুর আলম মৃধা, প্রকৌশলী হাবিবুর রহমান ও ওয়ারিং পরিদর্শক এসমাইল হোসেনসহ সংশ্লিষ্ট অফিসরে কর্মকর্তা-কর্মচারিরা সাথে ছিলেন ।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *