কেশবপুরে দরিদ্র কৃষক বাবুল রেজার শাতাধিক ফলন্ত লাউগাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষতি

কৃষি

যশোর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে পূর্ব শত্রæতার জের ধরে মধ্যকুল গ্রামের দরিদ্র কৃষক বাবুল রেজার শাতাধিক ফলন্ত লাউগাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে দূবৃত্তরা।

এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার মধ্যকুল গ্রামের মৃত সোবহান মোল্যার পূত্র দরিদ্র কৃষক বাবুল রেজা পার্শ্ববর্তী লক্ষিখোলা বিলে মাছের ঘেরের পাড় হারি নিয়ে লাউ চাষ করেছেন। কৃষক বাবুল রেজা জানান, প্রতিনিয়ত তিনি ও তার স্ত্রী এবং ২ জন করে শ্রমিক নিয়ে পরিচর্যা করার কারণে লাউগাছে ব্যাপক লাউ ধরেছে।

তিনি প্রতিদিন ৭০/৮০টি লাউ বিক্রয় করে থাকেন। যার ফলে তিনি তার ৪ মেয়ের লেখা-পড়ার খরচ চালিয়ে সুখে-স্বাচ্ছন্দে সংসার চালাচ্ছিলেন। কিন্ত একটি তুচ্ছ বিষয়ে সম্প্রতি তার সাথে একজনের বিরোধ সৃষ্ঠি হয়। তারই জের ধরে বুধবার গভীর রাতে দূবৃত্তরা তার ফলন্ত ১০৫টি লাউগাছ কেটে লক্ষিাধিক টাকার ক্ষতি সাধন করেছে। এব্যাপারে তিনি থানা পুলিশকে অবহিত করেছেন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *