শেষ পর্যায়ে ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার:

মহানগরীর বুধপাড়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮৯ কোটি টাকা ব্যয়ে ফোরলেন রাস্তাসহ ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ পর্যায়ে। আজ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ফ্লাইওভারটির শেষ পর্যায়ের কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র প্রথমবারের মতো ফ্লাইওভারের উপরে উঠে হেটে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেনসহ জোন কাউন্সিলরবৃন্দ, প্রকল্প পরিচালক রাসিকের নির্বাহী প্রকৌশলী গোলাম মুর্শেদ, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক হতে মোহনপুর-রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ৬.৯ কিলোমিটার চারলেন রাস্তা ২০২ মিটার ফ্লাইওভার, ১২৪ মিটার র‌্যাম, ১টি ব্রীজ, ৮টি কালভাট, ৭শ মিটার রিটেনিং ওয়াল এবং রাস্তার উভায় পাশে ১৪ কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হচ্ছে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *