মান্দায় বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী পালন

রাজশাহী
 রওশন আলম নওগাঁ :
সারা দেশে ন্যায় নওগাঁর মান্দায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শিশু দিবস পালন করা হয়েছে।
ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, যুব ঋণ ও নলেজ ক্যালেন্ডার বিতরণ মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিমের সভাপতিত্বে পরিষদের হলরুমে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন।
আরও  উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, যুবউন্নয়র কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফছার আলী মন্ডল, মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান প্রমুখ।
পরে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *