নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্ত্রী-সন্তানসহ এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন পার্শ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজার এলাকার ব্যবসায়ী খালেদ হোসেন রব (৩৩), তার স্ত্রী সোনিয়া বেগম (২৬) ও একমাত্র ছেলে তাসফি (৮)। নিহত খালেদ হোসেন রব আড়ানী বাজারের খালেদ সু স্টোরের প্রোপাইটর খাইরুল ইসলামের ছেলে। রোববার বিকাল সোয়া চারটায় উপজেলার বাঁশবাড়িয়া-জামনগর সড়কের কাটাকুল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ জানায়, রবিবার বিকাল ৪ টার দিকে বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়ার কৈচরপাড়া গ্রামের তার রফিক নামের এক আত্মীয়ের একটি বিয়ের অনুষ্ঠান শেষে স্ত্রী-সন্তানকে নিয়ে (টিভিএস এফআরটি) মোটরসাইকেল যোগে স্ত্রী ও সন্তানসহ তার বাড়ি রাজশাহীর বাঘার আড়ানীতে ফিরছিলেন খালেদ হোসেন রব। পথে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের কাটাকোল এলাকায় বিপরীত থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক (রয়পুর-ট-০২-০০৫৯) মোটর সাইকেল কে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ৩ আরোহী ছিটকে পড়ে। ঘাতক ট্রাকটি চাপায় ঘটনান্থলেই শিশুসহ তিনজন নিহত হয়। পরে এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আপটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়না তদন্তের ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলছি। ট্রাক আটক করা হয়েছে।