বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় সহকারি কমিশনার (ভূমি) পি.এম ইমরুল কায়েসকে লাঞ্ছিতকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঘা উপজেলা দলিল লেখক সমিতি মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচী পালন করে। সোমবার (২১-০১-১৯) সকালে উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে এক ঘন্টা কলম বিরতি পালন করেন তারা।
সমিতির সভাপতি জহুরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোমিনের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা সাব-রেজিষ্ট্রার তিথি রানী মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান শফিসহ প্রমূখ।
উল্লেখ্য, গত শনিবার (১৯-০১-১৯) দুপুরে উপজেলার হরিরামপুর গ্রামে বালি উত্তোলন করছিল এলাকার মোজাহারের ছেলে নওশাদ ও মহসীনের ছেলে আব্দুল বারিসহ তার লোকজন। এ খবরে দুই কর্মচারিসহ সেখানে যান সহকারি কমিশনার (ভূমি) পিএম ইমরুল কায়েস। বৈধ কাগজপত্র ছাড়াই বালি উত্তোলনের বিষয়ে জানতে চাওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে তার উপর হামলা চালিয়ে মারধর করে সরকার দলীয় ওইসব লোকজন।