স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম এনামুল ইসলাম ওরফে ভেনসু (৩৮)। সোমবার দুপুরে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল উপজেলার কয়লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। র্যাব জানায়, এনামুলের কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় মামলাও করা হয়েছে।
আসামি এনামুল শিবগঞ্জের রানীবাড়ী চাঁদপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।