তানোরে ৩৬শ পরিবারের কাছে চাল পৌছে দিলেন এমপি ফারুক চৌধুরী

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী তানোর উপজেলার ৩৬শ হত দরিদ্র পরিবারের জন্য চেয়ারম্যানদের হাতে চাল তুলে দিলেন রাজশাহী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

সোমবার দুপুরে তানোর উপজেলা কমপ্লেক্সে সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার চেয়ারম্যান এবং মেম্বারদের হাতে এই চাল তুলে দেন তিনি।

এসময় এমপি ফারুক চৌধুরী করোনা ভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে বলেন এ সময় ঘরে থাকুন, জন সমাগত এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য পরামর্শ মেনে চলুন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এ কার্যক্রম চালানো হচ্ছে। আপনারা কেউ না খেয়ে থাকবেন না এটি আমার ওয়াদা। শুধু সরকারে করোনা ভাইরাস নিয়ে যে নিষেধজ্ঞা দিয়েছেন সেটি মেনে চলুন।

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন , তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহতু, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রাকিবুল ইসলাম প্রমুখ।

এদিকে, চাল বিতরণের আগে করোনা ভাইরাস নিয়ে চিৎসকদের সুরক্ষা ব্যবস্থা এবং রোগীদের সেবা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের নিয়ে জরুরী সভা করেন সাংসদ ওমর ফারুক চৌধুরী। এরপর তিনি উপজেলার বিভিন্ন রাস্তাঘাট ও পণ্যবাহী ট্রাকে জীবাণুনাশক স্প্রে করেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *