দুস্থ-অসহায় মানুষের মাঝে রাজশাহী মহানগর যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ

রাজশাহী

স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাপী মরণঘাতী ভাইরাস করোনার ভয়াল থাবায় নাকাল সারা বিশ্ব। বাংলাদেশেও চলছে অঘোষিত লকডাউন। ফলে বিপাকে পড়েছেন দেশের খেটে খাওয়া নি¤œ আয়ের সাধারণ মানুষ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে আর্থিক সংকটে থাকা রাজশাহী মহানগরীতে বসবাসরত দুস্থ-অসহায়, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী মহানগর যুবলীগ।

এ লক্ষ্যে নগরীর দরিদ্র প্রায় ৪০০ পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, ভোজ্যতেল ও আলু বিতরণ কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার দুপুর সাড়ে ৩টায় নগরীর জিয়া পার্ক সংলগ্ন খানকা শরীফ এলাকায় মহানগর যুবলীগের উদ্যোগে এসব বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী ও রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।

এসময় নিজ নিজ অবস্থান থেকে সকলকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে কাজ করার আহবান জানান যুবলীগ নেতারা।

এদিকে, খাদ্য বিতরণ কালে পুলিশ প্রশাসন ও যুবলীগের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *