নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় জোতবাজার এলাকা থেকে জাল টাকাসহ মোছা.সাহিদা বেগম (৩৮) নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে জোতবাজার জনতা ব্যাংক থেকে জাল টাকাসহ তাকে হাতে নাতে আটক করা হয়। আটক মোছা.সাহিদা বেগম জোতবাজার নরুল্লাবাদ গ্রামের মোঃ খোদা বকস এর স্ত্রী। ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য গেলে কর্মকর্তারা বুঝতে পেরে থানায় খবর দেয়।
মান্দা থানা পুলিশে এস আই আরিফুল ইসলাম,এস আই নজরুল ইসলাম, এ এস আই আব্দুল মালেক ও সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন। সাহিদার কাছ থেকে ১০০০ টাকার ৪৭টি মোট ৪৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, থানায় মামলার প্রস্তুতি চলছে। তাকে আদালতে পাঠানো হবে।