স্টাফ রিপোর্টার:
আজ সকালে মাইডাস এসএমই ট্রেড ফেয়ার ২০১৯ উদ্বোধন করা হয়েছে। সকালে নগরভবন গ্রীন প্লাজায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী মেয়রপতœী শাহীন আক্তার রেনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার বেনওয়া প্রিফোনটাইন।
উদ্বোধনকালে মাইডাসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক ড: এস. এম. মশিউর রহমান, পারভিন মাহামুদ বোর্ড আব ডাইরেক্টর, মিসেস কর্নি ট্রেড কমিশনার, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আকতার জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম।
পরে কানাডার হাই কমিশনার মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।