স্টাফ রিপোর্টার:
বর্ণাঢ্য আয়োজনে শিক্ষানগরী রাজশাহীর ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুলের ১৯০ বছর পূর্তি উৎসব উদযাপিত হচ্ছে। ১৯০ বছর পূর্তি অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। এরপর শুক্রবার দুপুর ১২টার দিকে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুলে গিয়ে শেষ হয়। র্যালিতে স্কুলের অধ্যক্ষ ও উৎসব কমিটির আহবায়ক ড. নুরজাহান বেগমসহ অন্যান্য শিক্ষক ও অতিথিরা উপস্থিত ছিলেন। নগরীর ঐতিহ্যবাহী এ স্কুলটি ১৮২৮ সালে প্রতিষ্ঠিত হয়। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের
পদচারণায় মুখরিত হয়ে উঠে স্কুল ক্যাম্পাসটি। বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা হয়ে বয়ষ্ক শিক্ষার্থীরাও তারুণ্যে মেতে উঠেন। সবাই ব্যস্ত হয়ে পড়েন বন্ধুদের সাথে সেলফি তুলতে। দু’দিন ব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দু’দিনের এ অনুষ্ঠানটিকে মোট চারটি সেশনে ভাগ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এদিকে, সকাল ১০টার দিকে ১৯০ বছর পূর্তি উৎসবে অংশ নিতে স্কুলে উপস্থিত হন প্রাক্তন ছাত্র রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি বিএনপি
চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি ১৯৭২ সালে এ স্কুল থেকে এসএসসি পাশ করেন। এ সময় দীর্ঘদিন পর বন্ধুরা তাকে কাছে পেয়ে সেলফি উঠাতে মেতে উঠেন। এ ছাড়াও অনেক বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাও তাঁর সাথে সেলফি উঠাতে ব্যস্ত হয়ে পড়েন। অন্যান্য সাবেক শিক্ষার্থীদের মতো তিনি ক্যাম্পাসে বন্ধুদের নিয়ে খোশ গল্পে মেতে উঠেন।