নওগাঁর রাণীনগরে সরকারি চাল উদ্ধার, আটক ১

বিশেষ সংবাদ রাজশাহী লীড

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ১০টাকা কেজির ৯ বস্তা সরকারি চাল উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ। রাণীনগর থানার এএসআই হাফিজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের নির্দেশে বুধবার (৮ এপ্রিল) থেকে রাণীনগরে ১০টাকা কেজি দরে হতদরিদ্র ও অসহায়দের মধ্যে চাল বিক্রি শুরু করা হয়। রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একডালা ইউনিয়নের জলকৈ গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাহীনের বাড়ি থেকে ৯ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শাহীনকে আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ওই চালগুলো জব্দ করে একডালা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। সূত্র: বাংলা ট্রিবিউন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *