বগুড়ায় ১০ টাকা কেজি দরের ৫০ বস্তা চালসহ কৃষক লীগ নেতা আটক

রাজশাহী লীড

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের ও ভিজিডি’র চাল কালোবাজারে নিয়ে যাবার পথে আটক হয়েছেন কৃষক লীগ নেতা মিঠু মণ্ডল। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ বস্তা চাল কিনে নিজের হেফাজতে নেয়ার সময় বৃহস্পতিবার রাতে তাকে আটক করে পুলিশ।

মিঠু মণ্ডল সোনাতলার মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি।

পুলিশ জানায়, উপজেলার মধুপুর ইউনিয়নের তেকানী চুকাইনগর বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে বৃহস্পতিবার খোলাবাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি এবং ভিজিডির চাল বিতরণ করা হয়।

আটক মিঠু মণ্ডল ওই এলাকার ডিলার ঈশ্বর চন্দ্র ও সাবু মিয়ার সঙ্গে টাকা লেনদেন করে করে ৫০ বস্তা চাল কিনে নেন। রাতে সেই চাল নিজের হেফাজতে নেয়ার সময় স্থানীয় বাসিন্দারা তাকে আটক করেন। পরে পুলিশ তেকানী চুকাইনকগর বাজার থেকে ৫০ বস্তা চালসহ মিঠু মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায়।

সোনাতলা থানার পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন জানান, আটক মিঠু মণ্ডলের কাছ বেশ কয়েকজন ভিজিডি সুবিধাভোগীর কার্ডও জব্দ করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। সূত্র: যমুনা টিভি অনলাইন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *