বাড়িতেই বাংলা নববর্ষ উদযাপনের আহবান রাজশাহী জেলা পুলিশের

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: আর একদিন পরেই বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। তবে এবার করোনাভাইরাসের মহামারি ঠেকাতে এই উৎসবে কোন প্রকার গণজমায়েত করা যাবে না বলে নিদের্শনা দিয়েছে সরকার। সরকারি নির্দেশনা অনুযায়ী রাজশাহীতেও সবাইকে বাড়িতে থেকেই এই উৎসব উদযাপনের নির্দেশ দিয়েছে পুলিশ।

রোবাবর রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই নিদের্শনা দেওয়া হয়। জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বিজ্ঞপ্তিতে বলেন, সারাদেশে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করছে। এ জন্য এবার বাংলা নববর্ষ পালনে কোন প্রকার জনসমাবেশ করা যাবে না। তাই সবাইকে পহেলা বৈশাখে সকল প্রকার ভিড় এড়িয়ে চলতে হবে। এবার সবাইকে ঘরে থেকেই বাংলা নববর্ষ উদযাপন করতে হবে।

বিজ্ঞপ্তিতে ইফতেখায়ের আলম বিশেষ প্রয়োজন ছাড়া সবাইকে বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকার আহবান জানান। তিনি নিজ নিজ অবস্থান থেকেই হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার আহবান জানান। এছাড়াও যে কোন ধরনের গুজব থেকে বিরত থাকারও আহবান জানান পুলিশের এই কর্মকর্তা।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *