রাজশাহীর পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুলের বিরুদ্ধে ছিনতাই মামলা

রাজশাহী শিক্ষা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হকসহ তার চার সহযোগীর নামে মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

রোববার রাতে উপজেলার গোয়ালিয়াপাড়ার সারোয়ার জাহাঙ্গীর বিপ্লব নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বিপ্লব উল্লেখ করেন, গত ৬ এপ্রিল রাত ৯টার দিকে বাড়ি যাবার পথে নওহাটা-মোহনগঞ্জ সড়কের সুতিপাড়া এলাকায় পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদ, তার সহযোগী সাগর, টিয়া এবং রয়েল তাকে মোটরসাইকেল থামাতে বলেন।

এ সময় এমদাদের নির্দেশে তার সহযোগীরা বুকে পিস্তল ধরে বিপ্লবের কাছ থেকে পুকুর লিজের ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাছাড়া তাকে বেধড়ক মারধর করা হয়। এ কারণে তিনি পাঁচদিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মামলা দায়ের করতে বিলম্ব হয়। পরে তিনি রোববার রাতে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে পবা থানার ওসি শেখ গোলাম মোস্তফা বলেন, মামলা দায়েরর পর থেকে যুবলীগ সভাপতি এমদাদসহ তার সহযোগীরা গা-ঢাকা দিয়েছেন। তাদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। সূত্র: যুগান্তর।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *