এবার যুবলীগ নেতার গোয়াল ঘর থেকে ১৮ বস্তা সরকারি চাল উদ্ধার

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৮ বস্তা চালসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার দামিহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আইনুল ইসলামের ভগ্নিপতি আবু খার বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় ১৮ বস্তা চালসহ ডিলারের ভাই দামিহা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রমজানকে আটক ক‌রে পু‌লিশ।

তাড়াইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসমত আলী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ১৮ বস্তা চাল কালোবাজারে বিক্রির জন্য ডিলার আইনুলের ভগ্নিপতি আবু খার গোয়ালঘরে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে তাড়াইল উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা তা‌রেক মাহমু‌দের নেতৃ‌ত্বে অ‌ভিযান চালায় পু‌লিশ।

এ সময় ১৮ বস্তা চালসহ ডিলারের ভাই যুবলীগ নেতা রমজানকে আটক করা হয়।

তাড়াইল থানা পু‌লি‌শের ও‌সি মো. মু‌জিবুর রহমান বলেন, চাল চোর ও কালোবাজারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

এক সপ্তা‌হের ব্যবধা‌নে তাড়া‌ই‌লে এ নি‌য়ে ত্রাণ চুরির তিন‌টি ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ছয়জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল প‌রিমাণ সরকা‌রি চাল। সূত্র: জাগো নিউজ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *