নাটোরে বনিক সমিতির উদ্যোগে  ৩শত ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মচারীদের খাদ্য সহায়তা প্রদান

রাজশাহী
আল-আফতাব খান সুইট, নাটোর: করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বন্ধ হয়ে গেছে নাটোরের লালপুর বাজারের অনেক দোকান। তার সাথে বন্ধ হয়েছে ৩ শত দোকানী ও কর্মচারীদের উপার্জন।
তাই রবিবার (১৮ এপ্রিল) লালপুর বাজার বনিক সমিতির উদ্যোগে উপার্জন বন্ধ হয়ে পরা ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মচারিদের খাদ্য সহায়তা প্রদান করা হয়।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল উপস্থিত থেকে সে-সকল ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মচারীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি,  আব্দুর রাজ্জাক মেডিকেল অফিসার (আবাসিক) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, লালপুর থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক,  লালপুর বাজার বনিক সমিতির সভাপতি আ স ম  মাহামুদুর রহমান মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী  মাজদার রহমান, গোলাম কিবরিয়া, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোতালেব রায়হান প্রমুখ।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *