মেয়রের ত্রাণ তহবিলে দেড় টন চাল ও ৮০০ কেজি আলু দিয়েছে রাজশাহী রাইফেল ক্লাব

রাজশাহী

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহŸান সাড়া দিয়ে ত্রাণ তহবিলে এক হাজার ৫০০ কেজি চাল (দেড় টন) ও ৮০০ কেজি আলু দিয়েছে রাজশাহী রাইফেল ক্লাব। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে মেয়রের নিকট চাল ও আলু হস্তান্তর করেন রাজশাহী রাইফেল ক্লাব নেতৃবৃন্দ। করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন ও নি¤œ আয়ের মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় রাইফেল ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।

ত্রাণ সামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রাজশাহী রাইফেল ক্লাবের সহ-সভাপতি মোঃ হাসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন রাজু, কোষাধ্যক্ষ আবুল হোসেন, আজীবন সদস্য আজিজুল আলম বেন্টু ও নির্বাহী সদস্য ইমতিয়াজ আহমেদ কিসলু।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নি¤œ আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহŸান জানান মেয়র। এরপর মেয়রের আহŸান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *