স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পাঁচ দিনব্যাপী পুষ্প মেলার উদ্বোধন অনুষ্ঠিত। সোমবার সকাল ১০টার দিকে নগরীর সিএন্ডবি মোড়স্থ মনিবাজারে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী মহানগর পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার। উদ্বোধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বৈকালি সংঘের সভাপতি এওয়াই এম মনিরুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) হাসান আখতার, ওয়ান ব্যাংক রাজশাহী শাখার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন, বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু প্রমুখ।