চারঘাট প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে সর্বসম্মতিক্রমে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফকরুল ইসলামের নাম ঘোষনা করা হয়েছে। সোমবার বিকেলে চারঘাট লিলি সিনেমার মোড়ে বিশেষ এক বর্ধিত সভায় ফকরুলকে চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষনা করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম।
দলীয় সুত্রে জানা যায়, আসন্ন চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশি হওয়ায় একক প্রার্থী বাছাইয়ে সোমবার বিকেলে চারঘাট লিলি সিনেমার মোড়ে বিশেষ এক বর্ধিত সভার আয়োজন করে উপজেলা আ’লীগ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ আলহাজ্ব রায়হানুল হক রায়হান ও সাবেক মেয়র নারগিছ খাতুনসহ প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডের সভাপতি সম্পাদকগন।
এসময় উপস্থিত সকল নেতাকর্মীদের সর্বসম্মতিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের একক প্রার্থী হিসেবে উপজেলা আ’লীগের সম্পাদক ফকরুল ইসলামের নাম ঘোষনা করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এসময় প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সম্মিলিত ভাবে নৌকার প্রার্থী ফকরুলকে বিজয়ী করতে হবে। সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে দলীয় প্রার্থীর পক্ষে সকলকে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশি হিসেবে যাদের নাম ছিল তারা হলেন, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফকরুল ইসলাম, ভায়ালক্ষিপুর ইউপি চেয়ারম্যান শওকত আলী বুলবুল, যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হপাসান মামুন ও ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার। পরে বর্ধিত সভায় মনোনয়ন প্রত্যাশি সকলেই সর্বসম্মতিক্রমে ফকরুলকে সমর্থন জানিয়ে তারা ফকরুলের পক্ষে কাজ করার ঘোষনা দেন। এতে চেয়ারম্যান পদে ফকরুল ইসলাম একক প্রার্থী হিসেবে ঘোষণা হলেও ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় চুড়ান্ত ভাবে তাদের নাম ঘোষণা করা হয়নি।