নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার হল রুমে সকাল ১১ টায় ডিবেটিং ওয়ার্কসপ শুরু হয়েছে।
আজ (২৯ জানুয়ারি) মঙ্গলবার দিনব্যপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালা পরিচালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর কায়ছার।
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুসফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অলোচক ছিলেন , সাবেক তার্কিক কাজী কামাল হোসেন এবং জাতীয় পর্যায়ের তার্কিক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র শিহাব।
মাধ্যমিক এবং কলেজ পর্যায়ের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থীর অংশ গ্রহনে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, মান্দা মমিন শাহানা সরকারি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম মুকুল, সহকারী অধ্যাপক গোলাম মোহাম্মদ কাউসার উল ইসলাম ভাষ্কর, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, তুহিন দৈনিক রাজশাহীর আলো ও এস টিভি বাংলা জেলা প্রতিনিধি, রওশন আলম দৈনিক আমার সংবাদ, স্বদেশ বাণী ডট কম , নওগাঁ প্রতিনিধি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।