বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় জলাতঙ্ক নির্মুলের লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০২২ ইং সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মুলের লক্ষে বৃহস্পতিবার (৩১-০১-১৯) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।
স্বাস্থ্য কেন্দ্রের প্রধান কর্মকর্তা ডাক্তার সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় ঢাকা থেকে আগত এমডিভি সুপার ভাইজার সানাউল হক বলেন, দেশে ক্রমান্বয়ে জলাতঙ্ক রোগ বাড়ছে। এর প্রধান কারণ কুকুর,শেয়াল, বেজি, বিড়াল এবং বাদুড়ের কামড়। এর মধ্যে আমাদের দেশে কুকুরের উপদ্রব বেশি হওয়ায় সরকার ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় কুকুরকে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু করেছেন।
তারই ধারাবাহিকতায় আগামি ৩ থেকে ৭ ফেব্রুয়ারি রাজশাহীর বাঘা উপজেলার ৭ ইউনিয়ন ও ২ পৌর সভায় প্রায় ২ হাজার কুকুরকে ভ্যাকসিন দেয়ার কাজ শুরু হবে। এ জন্য মাঠ পর্যায় কাজ করবে ১৮ টি টিম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা: সঞ্জয় কুমার , ডা: আক্তারুজ্জামান , ডা: আমিনুল ইসলাম প্রমুখ।