স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নগরভবনের মিনি কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিটি কর্পোরেশনের অটোমেশন কার্যক্রম, নগরভবনের ৮ম, নবম ও দশম তলা ভাড়া প্রদান, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে প্রতিদিনের হাজিরা নিশ্চিতকরণ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র প্রদানসহ সিটি কর্পোরেশনের চলমান বিভিন্ন কার্যক্রম ও প্রকল্প নিয়ে আলোচনা হয়। সভায় মেয়র লিটন সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম দ্রুত যথাযথভাবে সম্পন্নের নির্দেশ প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পচা, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আকতার জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এএফএম আঞ্জুমান আরা, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রেয়াজেত হোসেন রিটু, সার্জন ডা. ফরহাদ হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।