স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, উপমহাদেশের জীবন্ত কিংবদন্তী সাহিত্যিক হাসান আজিজুল হক স্যার। যিনি তাঁর লেখনীর মাধ্যমে জীবনদশাতে প্রচুর পরিমাণে সম্মান পেয়েছেন, সমাদৃত হয়েছেন।
শনিবার বিকেলে হাসান আজিজুল হকের ৮০তম জন্মোৎসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মেয়র এ কথা বলেন। এর আগে তিনি কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে ফুলেল শুভেচ্ছা জানান।
মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজধানী থেকে দূরে অনেকটা পিছিয়ে থাকা এলাকা রাজশাহী থেকে উঠে এসেছেন হাসান আজিজুল হক। দেশের সীমানা পার হয়ে দেশের বাইরেও তাঁর কৃতি পৌছে গেছে। তিনি যদি ঢাকায় থাকতেন তাঁর প্রতিভা আরো বেশি আলোড়ন সৃষ্টি করতো। ৮০তম জন্মবার্ষিকীর আজকের দিনে আমি দোয়া করি তিনি আরো অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকুন, তাঁর প্রতিভা ছড়িয়ে দিন।
বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে হাসান আজিজুল হকের ৮০তম জন্মোৎসবে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে হাসান আজিজুল হক ৮০তম জন্মোৎসব উদযাপন পরিষদ। অনুষ্ঠানে বিভিন্ন গুণী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়।
জন্মোৎসবে হাসান আজিজুল হককে শুভেচ্ছা জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান, অধ্যাপক আব্দুল খালেক, অধ্যাপক মিজান উদ্দিন, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখঞ্জী, অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রাবির অধ্যাপক সনৎকুমার সাহাসহ বিভিন্ন গুনীজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।