কেশবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১শত শিক্ষার্থীর মাঝে ৫ লাখ টাকা শিক্ষাবৃত্তি বিতরণ

জাতীয়

যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ১০১৯-২০ অর্থ বছরে বড় পাথরা মৎস্যজীবি সমবায় সমিতির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১ শত জন শিক্ষার্থীর মাঝে ৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, ক্রিড়া ও সাংকৃতিক সামগ্রী এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ, ক্রিড়া ও সাংকৃতিক উপকরণ এবং বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।

বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ আব্দুস সালাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, বড় পাথরা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মনোহর গাইন, প্রভাষক জয়দেব বৈরাগ্য, সমিতির সহ-সভাপতি বলয় চন্দ্র বিশ্বাস প্রমুখ।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *