বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় ২৮৪ পিচ ইয়াবা এবং ১২ হাজার টাক সহ তুষার নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (০৪-০২-১৯) সন্ধ্যার পুর্বে উপজেলার নারায়নপুর বাজার থেকে রাজশাহী র্যাব-৫ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তুষার উপজেলার কলিগ্রাম এলাকার আফাজ ফকিরের ছেলে বলে জানা গেছে।
র্যাব সুত্রে জানা যায় , সন্ধ্যার পুর্বে সিবিল পোশাকে র্যাবের এক সোর্স তুষার(২৫)এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে ৩শ পিচ (নেশা জাতীয় ট্যাবলেট)ইয়াবা চাই। এর কিছুক্ষন পর তুষার ২৮৪ পিচ ইয়াবা নিয়ে নারায়নপুর বাজারে চলে আসে। এ সময় সোর্সের ইশারায় পার্শ্বেই লুকিয়ে থাকা কয়েকজন র্যাব সদস্য তুষারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহাসীন আলী এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যায়) প্রতিবেদককে জানান, রাজশাহী র্যাব-৫ এর একটি দল তুষারকে গ্রেফতার করার পর জনসমুখ্যে ইয়াবা গননা করেছে এমন খবর লোকমুখে শুনেছি। তবে থানায় মামলা দিলে বিস্তারিত জানা যাবে।