বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় অপহরনের তিন মাস পর স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ মিলিক বাঘা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী নাইট আহম্মেদকে আটক করা হয়েছে।
জানা যায়, বাঘা মহিলা বানিজ্যিক ভোকেশনাল ইন্সটিটিউটের নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার মায়া (১৪) নিজ বাড়ি থেকে ২০১৮ সালের ১৫ নভেম্বর সকাল ৯টার দিকে পরীক্ষা দিতে স্কুলে আসছিল। এ সময় বাঘা মাজার এলাকায় ছাত্রীর পথরোধ করে নাইট আহম্মেদ অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় পরের দিন অপহৃত ছাত্রীর বাবা রওশনুজ্জামান বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় নাইট আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে। নাইট আহম্মেদ উপজেলার দক্ষিণ মিলিক বাঘা গ্রামের শাহাজান আলীর ছেলে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল ওহাব বলেন, অপহরণ মামলার আাসমী নাইট আহম্মেদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া অপহৃত ছাত্রীর পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।