বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা মা ইলিশ রক্ষার্থে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে। গতকাল শনিবার বিকেলে পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিম খানায় দেয়া হয়েছে।
জানা যায়, মীরগঞ্জ বিজিবি ও বাঘা থানার পুলিশকে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় অসাধু জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। তবে এ সময় এক লক্ষ টাকা মূল্যের ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।
অভিযানে সঙ্গে ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা ফরিদুল ইসলাম, মীরগঞ্জ ক্যাম্পের বিজিবি ও বাঘা থানার পুলিশ। পরে জালগুলো গোকুল ঘাটে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে।