বাঘা প্রতিনিধি:
ক্রয়সুত্রে মালিকানায় সোয়া বিশ শতাংশ জমি রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়ন পরিষদকে দান করেছেন, উপজেলার চকসিংগা গ্রামের বাসিন্দা,রাজশাহী-৬ আসনের (চারঘাট-বাঘা) নির্বাচিত সংসদ সদস্য,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর সাফল্যজনক কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী স্থানীয় সরকারের কাজকে গতিশীল করার লক্ষে জমিটি ইউনিয়ন পরিষদের নামে দানপত্র দলিল করেন।
শনিবার (১৩-১০-১৮) দুপুরে কমিশনে দানপত্র দলিল দাখিল করা হলে দলিলের অনুমোদন দেন উপজেলার সাব-রেজিস্ট্রার তিথী রানি মন্ডল।
বাঘা উপজেলার সাব-রেজিস্ট্রার তিথী রানি মন্ডল, শাহরিয়ার আলমের জমি দানের সত্যতা স্বীকার করে জানান, সরেরহাট মৌজায় ২৭৬ খতিয়ানে ৪টি দাগ মিলে সোয়া বিশ শতাংশ জমি, দানপত্র দলিল দাখিল করেন। দলিল লেখক সাহাবুদ্দিনের মাধ্যমে দাখিল করা হয়। তা অনুমোদন দেওয়া হয়েছে। (দলিল নম্বর ২৪৭৫/১৮)। দানপত্র দলিলটির বাজার মূল্য ৩লক্ষ ৬২ হাজার টাকা বলে জানান তিনি।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,এতদিন ভবন নির্মাণের বরাদ্দ মিললেও জমির অভাবে তা সম্ভব হয়নি। মাত্র .৮শতাংশ জমির উপর নির্মিত ভবনেই চলছিল পরিষদের কাজকর্ম। এমনি সময়ে জমি দান করে সম্প্রীতির অনন্য নজির গড়লো পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ইউনিয়ন পরিষদের পূর্ব-দক্ষিন কোনে আব্দুল গনি কলেজ সংলগ্ন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দান করা জমিতেই নির্মিত হবে আধুনিক মডেলের ইউনিয়ন পরিষদের নতুন ভবন। এহেন সম্প্রীতিতে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া গড়গড়ি ইউনিয়ন পরিষদে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নজরুল ইসলাম জানান, সরেরহাট মৌজায় মাত্র .৮ শতাংশ জমিতে ইউনিয়ন পরিষদের কাজ চলছিল। এতে নতুন ভবন নির্মাণের অনুমতি মেলেনি। স্থানীয় সরকারের কাজ গতিশীল করার লক্ষে সেই জমি গড়গড়ি ইউনিয়ন পরিষদের নামে দান করেছেন তিনি।
দলিল সনাক্তকারি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, তিনি শুধু জমি দানই করছেন না, সংসদীয় এলাকার বাইরেও উন্নয়নের মূলক কাজেও অন্যন্য ভূমিকা রেখে দায়িত্ব পালন করছেন। মন্ত্রী পাশে না দাঁড়ালে পরিষদের ভবন নির্মাণের কাজ শুরু করা যেত না।