বাঘা প্রতিনিধি:রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য আ.লীগ মনোনীত প্রার্থী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু সহ চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।
গতকাল সোমবার(১১-০২-১৯) বিকেল ৫টা পর্যন্ত নিজ নিজ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামসুদ্দিন রিন্টু, স্বতন্ত্র প্রার্থী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম, বাঘা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।
অপর দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন আনোয়ার হোসেন মিল্টন, মোকাদ্দেস আলী, শাহিন আলম, মিজানুর রহমান, মহিদুল ইসলাম, মখলেচুর রহমান মকুল। নারী ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা খাতুন লতা, রিজিয়া আজিজ সরকার, ফারহান দিল আফরোজ রুমি।
আ.লীগের মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, চেয়ারম্যান আজিজুল আযম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, আ.লীগের নেতা ও সাবেক মেয়র আক্কাছ আলী, শহীদুজ্জামান শাহীদ, শফিকুল ইসলাম নান্টু, চেয়ারম্যান রফিকুল ইসলাম, আবদুল কুদ্দুস, মামুন হোসেন, কামাল হোসেন, প্রভাষক কবীর হোসেন, চেয়ারম্যান শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল খালেক, রোকুনুজ্জামান রিন্টু, আনোয়ার হোসেন, জেলা যুবলীগের নেতা আবু সালেহ, উপজেলা যুবলীগের নেতা কামরুজ্জামান নিপন, শাহিনুর রহমান পিন্টু, তসিকুল ইসলাম, কামরুল হাসান জুয়েল প্রমুখ।