চীনা পণ্য বর্জনের ক্যাম্পেইনে বিপাকে আইপিএল, বৈঠকের ডাক

খেলাধুলা লীড

আন্তর্জাতিক ডেস্ক: গত মঙ্গলবার লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহতের ঘটনায় চীন-ভারত সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। সেই ঘটনার জেরে দলমত নির্বিশেষে চীনা পণ্য বর্জনের ডাক দিচ্ছেন ভারতীয়রা। অনেকে চীনের তৈরি ব্যবহার্য মোবাইল, টিভিসহ নানা ইলেকট্রনিক্স পণ্য ভেঙে ফেলছেন।

এমন উত্তেজনাময় পরিস্থিতিতে বিপাকে পড়েছে ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলের আয়োজকরা। কেননা আইপিএলে চীনা মোবাইল প্রস্তুতকারক কোম্পানি ভিভো বিনিয়োগ করেছে প্রায় ৩ হাজার কোটি টাকা।

তাই আবেগে তাড়িত না হয়ে আইপিএলের পৃষ্ঠপোষকতায় চীনা কম্পানির অর্থায়ন বন্ধ হবে না বলে গত ১৮ জুন সাফ জানিয়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুন ধুমাল। তার এমন বক্তব্যের পর ভারতের সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় আরও তীব্রতর হয়। যে কারণে ধুমালের এমন মন্তব্যের ৩৬ ঘণ্টার মধ্যেই নিজেদের অবস্থান বদলেছে আইপিএল আয়োজকরা।

এবার তারা জানিয়েছে, সীমান্তে সংঘর্ষের বিষয়টি মাথায় রেখে আইপিএলের সব স্পন্সরদের ব্যাপারে শিগগিরই বিস্তারিত আলোচনায় বসবেন। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আইপিএলের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এমন বার্তাই দেয়া হলো।

যেখানে লেখা হয়েছে, ‘সীমান্তে সংঘর্ষের ফলে আমাদের সাহসী সেনাদের মৃত্যুর বিষয়টি মাথায় রেখে, আইপিএল আয়োজক কমিটি আগামী সপ্তাহে একটি বৈঠক ডেকেছে। যেখানে আইপিএলের বিভিন্ন স্পন্সর নিয়ে আলোচনা হবে।’

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *