নাটোরে করোনা প্রতিরোধে পথ সভা, পিকেটিং ও মাস্ক বিতরণ

রাজশাহী
নাটোর প্রতিনিধিঃ নভেল করোনা ভাইরাস প্রতিরোধ পক্ষ উপলক্ষে নাটোরের জনগণকে সচেতন করার লক্ষ্যে নাটোরে করোনা প্রতিরোধ কমিটির উদ্যোগে পথসভা, পিকেটিং ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার (২১জুন) বেলা সাড়ে দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ঘন্টা ব্যাপী কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এই কর্মসূচী পালন করা হয়।
পথ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোরের সিভির সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী প্রমুখ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা স্বাস্থ্য বিধি অনুসরন, সামাজিক দুরত্ব পালন সহ মাস্ক পরিধানের উপর গুরতবারোপ করেন। একই সাথে আজকে থেকে মাস্ক পরিধান না করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন।
পরে পথচারী, অটো ও রিকশা চালকদের মধ্যে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী জলি।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *