বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন এর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

রাজশাহী লীড

উত্তরবঙ্গের বর্ষিয়ান নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মমতাজ উদ্দীন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক শোক বার্তায় বলেন, আলহাজ্জ মমতাজ উদ্দীন ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বগুড়াতে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আস্থাভাজন রাজনৈতিক নেতা ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটি রাজনৈতিক ও গণঅন্দোলন সংগ্রামে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। তিনি মহান মুক্তিযুদ্ধে বগুড়া অঞ্চলের কমান্ডারের দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, মমতাজ উদ্দীন রাজনৈতিকভাবে আমাদের অনুসরণীয় এক ব্যক্তিত্ব। তাঁর এই চলে যওয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *