জয়পুরহাটে তামাকের অবৈধ বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে তিন বিক্রেতার জেল-জরিমানা

রাজশাহী

প্রেস বিজ্ঞপ্তি: তামাক পণ্যের বিক্রয়কেন্দ্রে সিগারেটের খালি প্যাকেট ও মোড়ক দিয়ে সাজানো অবৈধ বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে জয়পুরহাট সদরের ফুলতলির মোড়ে এক তামাক বিক্রেতার ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া জয়পুরহাট রেল স্টেশনের প্লাটফর্মে (পাবলিক প্লেসে) ধুমপানের দায়ে আরো দুই ব্যক্তিকে ৫০০টাকা জরিমানা করেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তামাক নিয়ন্ত্রণ আইনের ২০০৫ এর ধারা ৫ এর (ছ) অনুসারে সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্রের নেতৃত্বে এ জেল-জরিমানা করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র বলেন, ‘তামাক নিয়ন্ত্রণ আইনে রয়েছে কোনো তামাক কোম্পানী তামাকপণ্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কোনো ধরনের বিজ্ঞাপন প্রচার করতে পারবে না। এটি তামাক নিয়ন্ত্রণ আইনের ২০০৫ এর ধারা ৫ এর (ছ) এর স্পষ্ট লঙ্ঘন। এজন্য একজনের জরিমানা করা হয়েছে। এছাড়া পাবলিক প্লেসে ধূমপান করার দায়ে দুইজনকে জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন তামাক নিয়ন্ত্রণে কর্মরত বেসরকারি সংগঠন ‘ডেভেলপমেন্ট কাউন্সিল- ডিসি’র প্রোগ্রাম অফিসার মোহাইমিনুল ইসলাম মানিক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *